নিউজ ডেস্ক: রঙের উৎসবে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলের সকালে সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, “সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। বাংলার মানুষে-মানুষে ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক।” এবার হিন্দিতেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঐক্যের বার্তা দিয়ে বলেন, “হোলির আনন্দ সকলের জীবনে নতুন উৎসাহ ও শক্তি নিয়ে আসুক।” বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। দোল-হোলির রঙে সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বার্তা উঠে এল জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের শুভেচ্ছাবার্তায়।