নিউজ ডেস্ক: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে তাপমাত্রা থাকবে অনেকটাই বেশি। পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। সেখানে জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি।
আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তার পরের দু’দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। গোটা দক্ষিণবঙ্গেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮০ থেকে ৯০ শতাংশ। দক্ষিণবঙ্গের অন্য জেলায় আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭০ থেকে ৮০ শতাংশ। শুষ্ক পশ্চিমা বায়ুর কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। রবিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। আগামী সোমবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের দু’-এক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। দক্ষিণের বাকি জেলায়ও থাকবে গরম।