নিউজ ডেস্ক: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। তার জেরে এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। বীরভূম জেলার সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোনি পরিষেবা স্থগিত করা হয়েছে, গুজব ও বেআইনি কার্যকলাপ রুখতে বিশেষ পদক্ষেপ করল বীরভূম জেলা পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ১৪ মার্চ (শুক্রবার) থেকে আগামী ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোনি পরিষেবা বন্ধ থাকবে। তবে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএস পরিষেবাগুলি বন্ধ থাকবে না। অর্থাৎ সাধারণ ফোন কল বা এসএমএস করা যাবে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, টেলিযোগাযোগ আইন ২০২৩-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত দোলের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে বীরভূমের একাধিক এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে অশান্তির পরিবেশ তৈরি হয়। হাতোরা গ্রাম পঞ্চায়েত, মাথপালসা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এবং ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তার ফলে এলাকাগুলিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই ঘটনায় গুজব রুখতে এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন।