নিউজ ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল এলন মাস্কের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ভোর ৪টে ৩৩ মিনিটে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে। ওই মহাকাশযানে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিলেন। তাঁদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।
গত দু’দিন ধরে কখনও যান্ত্রিক গোলযোগ আবার কখনও প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান বাতিল করতে হয় নাসা ও মাস্কের সংস্থা স্পেস এক্সকে। বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ স্পেস এক্স ও নাসা বিবৃতি দিয়ে জানায়, কেনেডি স্পেস সেন্টার থেকে ওড়ার কথা ছিল ফ্যালকন রকেট ৯-এর। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়েছে। মহাকাশযানটি উড়ান ভরার ঠিক ঘণ্টা চারেক আগেই হাইড্রলিক সিস্টেমে একটি সমস্যা নজরে আসে। বিপদ এড়াতে তড়িঘড়ি মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যে প্রায় সাড়ে ৭টা নাগাদ ফ্যালকন রকেট ৯-এর উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। তবে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায়। কিন্তু অবশেষে খুশির খবর শোনাল নাসা। তবে ঠিক কবে সুনীতারা ধরিত্রীর মাটিতে পা রাখবেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
ইলন মাস্কের স্পেস এক্স সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। সেই মতো শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিল তাদের Crew-10 মহাকাশযান। মহাকাশযানটিতে চেপে পাড়ি দিয়েছেন চার মহাকাশযারীও। তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে Crew-19 অভিযানে যুক্ত মহাকাশচারীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। সেই Crew-9 মহাকাশচারীদের সঙ্গেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি।
স্পেস এক্স -এর Crew-10 মহাকাশযানটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র বাণিজ্যিকীকরণ প্রকল্পের অংশ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে চার মহাকাশচারীকে পৌঁছে দেবে সেটি, NASA-র অ্যান ম্যাক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের JAXA-র তাকুয়া ওনিশি এবং রাশিয়ার ROSCOSMOS-এর কিরিল পেশকভকে। ওই চার জনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামিয়ে NASA-র সুনীতা, ব্যারি, নিক হেগ এবং ROSCOSMOS-এর অলেকজান্ডার গরবুনভকে পৃথিবীতে ফিরিয়ে আনবে Crew-10.
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না। তা খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। মহাকাশে আটকে পড়েন সুনীতা, বুচ। তাঁদের আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়েছে। তবে অবশেষে তাঁরা ফিরতে চলেছেন।