নিউজ ডেস্ক: প্রতি বছর দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে শহরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যের জেরে একাধিক দুর্ঘটনার উদাহরণ রয়েছে গত কয়েক বছরে। তাই এ বছর এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি, এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছিল কলকাতা পুলিশ। সেই অনুযায়ী দোল–হোলির উৎসবে এবার সকাল থেকেই কলকাতা শহরে নেমেছিল বিশাল পুলিশ বাহিনী। আর তাতেই অভব্য, অশ্লীল আচরণ এবং নানা অপরাধে দোলের দিন কলকাতা পুলিশ ১৬১ জনকে গ্রেফতার করেছে বলে লালবাজার সূত্রে খবর।
তবে এদিন ছোটখাট দুর্ঘটনা ছাড়া শহরে বড় কোনও পথ দুর্ঘটনা ঘটেনি। খুন, ছিনতাইও শহরে তেমন কিছু নেই। তবে মদ্যপান করে বেপরোয়া হয়ে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা, মদ্যপান করে পাড়ায় বা এলাকায় ঝামেলা পাকানো, গোলমাল করা এবং মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অশ্লীলভাবে জড়িয়ে পড়ায় এই বিপুল পরিমাণ গ্রেফতার হয়েছে।
যদিও দোল এবং হোলিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার পাশাপাশি ট্র্যাফিক বিধি ভাঙা আটকাতে আগে থেকেই ২৮০০ জন পুলিশকর্মীকে রাস্তায় নামানোর কথা জানিয়েছিল লালবাজার। বিধি-ভঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করা হয়। কিন্তু কার্যক্ষেত্রে শহরের বিভিন্ন এলাকা ঘুরেও পুলিশি তৎপরতার সেই ছবি চোখে পড়ল না। উল্টে, প্রতি বছরের মতো এ বছরও পথের বিধি ভাঙার দেদার ছবি নজরে পড়ল। কোথাও বাইকের পিছনের সিটে একাধিক জনকে বসিয়ে বিনা হেলমেটে ছুটতে দেখা গেল। কোথাও আবার দেখা গেল, মত্ত অবস্থায় নড়বড়ে হাতে বাইক ছোটাতে।
অন্যদিকে, শহরের বুকে বড়দিনে বা নিউ ইয়ারের সময় যা ঘটেনি একদিনের দোল উৎসবে তা ঘটে গিয়েছে। বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে ৩৩.৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। তার জন্যও অনেকে ধরা পড়েছে। এদিন নানা জায়গায় অভিযান চালিয়ে সেসব উদ্ধার করা হয়েছে।