নিউজ ডেস্ক: স্ত্রীর সঙ্গে অশান্তি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহে চূড়ান্ত দাম্পত্য কলহ, তারই খেসারত দিতে হল মাত্র চার বছরের ফুটফুটে একরত্তি শিশুকন্যাকে। বাবা আছড়ে খুন করল ছোট্ট মেয়েকে। শুধু তাই নয়, মেয়ের মৃত্যু নিশ্চিত করতে ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলা হয় দেহ। অভিযোগ এমনই। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধুবুলিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। অভিযুক্তর নাম বুদ্ধদেব ঘোষ।গ্রামবাসীরা সেই শিশুর অভিযুক্ত বাবাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে বুদ্ধদেবের সন্দেহ। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলতো। চূড়ান্ত বিবাদের জেরে হোলির দিন শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন তাঁর স্ত্রী। বুদ্ধদেব বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এরপরই নিজের চার বছরের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে নিজের মেয়েকে আছাড় মেরে খুন করে বলে অভিযোগ। মেয়ের মৃত্যু নিশ্চিত করতে এরপর জলঙ্গি নদীর ব্রিজের উপর থেকে নিচে মেয়ের দেহ ফেলে দেয়।
জানা গেছে, বুদ্ধদেব প্রথমে কিছুতেই মেয়েকে খুনের কথা স্বীকার করেনি। প্রথমে সে জানায়, মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছে। পরে স্ত্রীর কাছে গিয়ে মেয়েকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শুক্রবার রাতেই তাকে নিয়ে নদীতে উদ্ধারকাজ চালায় পুলিশ। ওই রাতেই জলঙ্গি নদী থেকে ছোট্ট শিশুকন্যার নিথর দেহ উদ্ধার হয়। ধৃতকে শনিবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।