নিউজ ডেস্ক: বিজেপির সাংগঠনিক রদবদল শুরু হয়েছে। শুক্রবার, দোল উৎসবের দিন, দল ঘোষণা করল ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম। এর মধ্যে ১৭ জন নতুন মুখ, যাদের বেশিরভাগই সংঘ ঘনিষ্ঠ। উত্তর ও দক্ষিণ কলকাতাসহ ৮টি জেলার নেতৃত্ব অপরিবর্তিত রাখা হয়েছে।
দলের অন্দরমহলের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতেই পুরনো এবং সংঘ ঘনিষ্ঠদের গুরুত্ব দেওয়া হয়েছে। এখনও ১৮টি জেলার সভাপতির নাম ঘোষণা হয়নি। সব জেলার দায়িত্ব ঠিক হওয়ার পরই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।
কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে, উত্তর কলকাতা শহরতলীতে অরিজিৎ বক্সির পরিবর্তে চণ্ডীচরণ রায়, আরামবাগে বিমান ঘোষের পরিবর্তে সুশান্ত বেরা, শ্রীরামপুরে সুমন ঘোষ, এবং বসিরহাটে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তাপস ঘোষের পরিবর্তে সুকল্যান বৈদ্যর নিয়োগ।
এছাড়া, আসানসোলে দেবতনু ভট্টাচার্য, কাঁথিতে সোমনাথ রায়, ও হলদিয়ায় মলয় সিংকে নতুন জেলা সভাপতি করা হয়েছে। এই রদবদল থেকে স্পষ্ট, বিজেপি রাজ্য সংগঠনকে শক্তিশালী করতে পুরনো ও অভিজ্ঞ নেতৃত্বকে কাজে লাগানোর পরিকল্পনা করছে।
মূলত শুক্রবার ২৫টি জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। এর মধ্যে ৮ জেলায় পুরনো নাম রয়েছে। তবে ১৭ জেলায় সভাপতি পরিবর্তন করা হয়েছে। বাকি জেলা গুলিতেও পরে নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।