নিউজ ডেস্ক: এ যেন সিনেমার গল্প! ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে ফেরার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল বরুণ চক্রবর্তীর। কিন্তু তিনি ফিরে এলেন, পারফর্ম করলেন, আর টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর অন্যতম কারিগর হয়ে উঠলেন। চার বছর আগে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর অজানা নম্বর থেকে হুমকি আসত, দেশে না ফেরার জন্য সতর্ক করা হত। এমনকি বাড়িতেও লোকজন খোঁজ নিতে আসত।
তবে হাল ছাড়েননি রহস্য স্পিনার। কঠোর পরিশ্রম করে আইপিএলে নজর কাড়েন, আর তারই পুরস্কার হিসেবে সুযোগ আসে জাতীয় দলে। সুযোগ পেয়েই বাজিমাত! চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা করে নেওয়া বরুণ ৩ ম্যাচে ৯ উইকেট তুলে নেন, প্রতিপক্ষকে নাকানি-চোবানি খাইয়ে দেন। এক কথায়, ক্রিকেট জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি!