নিউজ ডেস্ক: সল্টলেকে প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুনের ঘটনা, উদ্ধার করা হল পরিচারকের রক্তাক্ত দেহ। শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেও ওই বাড়িতে পরিচারক হিসাবেই কাজ করত।
সল্টলেকের জি ডি ব্লকে পিকে-র বাড়িতে এখন তাঁর মেয়েরা থাকেন। সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একজনের মৃত্যু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই কোনও গোলমাল হয়ে থাকতে পারে।