নিউজ ডেস্ক: নিশ্চিত হল ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫ মরসুমের প্লে-অফ পর্বের সময়সূচি। উত্তেজনা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে। ইতিমধ্যেই লিগ শিল্ড ঘরে তুলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অন্যদিকে মোহনবাগানের সঙ্গে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে আরও পাঁচটি শক্তিশালী দল—এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি।
নকআউট পর্বে ২৯ মার্চ বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি। পরদিন, ৩০ মার্চ শিলঙে দ্বিতীয় নকআউট ম্যাচে লড়বে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি।
সেমিফাইনাল রাউন্ড শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে। প্রথম সেমিফাইনালে গোয়া খেলবে প্রথম নকআউট ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল। অপর সেমিফাইনালে ৩ এপ্রিল মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্টস ও দ্বিতীয় নকআউটের জয়ী দল। দ্বিতীয় লেগ হবে ৭ এপ্রিল, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
১২ এপ্রিল সন্ধ্যা ৭:৩০-এ অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। আয়োজক শহর এখনও নির্ধারিত হয়নি। তবে ফুটবল অনুরাগীদের কৌতূহল তুঙ্গে—এবার কার হাতে উঠবে আইএসএলের মহামূল্য ট্রফি?
এবার কি ঘরের মাঠে স্বপ্নপূরণ করবে মোহনবাগান, না কি চমক দেখাবে অন্য কোনও দল? উত্তর মিলবে ১২ এপ্রিল।