নিউজ ডেস্ক: পঞ্জাবের অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দুই বাইক আরোহী বিস্ফোরক জাতীয় কিছু ছোঁড়ে বলে সন্দেহ করা হচ্ছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এই বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।
অমৃতসরের কমিশনার জিপিএস ভুল্লার বলেন, “আমরা ভোররাত দু’টো নাগাদ এই তথ্য পেয়েছি। আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছি। ফরেনসিক দলকে ডাকা হয়েছে… আমরা সিসিটিভি পরীক্ষা করেছি এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি। আসল কথা হল, পাকিস্তানের আইএসআই আমাদের যুবকদের পঞ্জাবে অশান্তি সৃষ্টি করতে প্রলুব্ধ করছে। আমরা কয়েক দিনের মধ্যে এই খুঁজে বের করব এবং যথাযথ ব্যবস্থা নেব। আমি যুবকদের সতর্ক করে দিচ্ছি, তারা যেন নিজেদের জীবন নষ্ট না করে… আমরা শীঘ্রই অপরাধীদের ধরব।”