নিউজ ডেস্ক: পুরীতে গেলেই সকলে শ্রী জগন্নাথ মন্দিরের প্রসাদ গ্রহণ করতে চান। উৎসবের দিনে তো লক্ষ লক্ষ মানুষের ঢল নামে জগন্নাথ ধামে। আর মহাপ্রসাদ পেতে ভিড় জমে পুরীর মন্দিরে। সে সময় ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। সেই কথা ভেবেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পুরী মন্দির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পুরীর মন্দিরে যেখানে মহাপ্রভুর প্রসাদ বিক্রয় করা হয়, সেই স্থানকে বলা হয় আনন্দবাজার। এই আনন্দ বাজারে ভক্তদের ঢল নামে বিশেষ তিথিগুলিতে। সেই কথা ভেবেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পুরী মন্দির কর্তৃপক্ষ। এবার মহাপ্রসাদ পরিবেশনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ভক্তদের জন্য একটি পৃথক ডাইনিং জোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সেখানেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা খাবার বা মহাপ্রসাদ পরিবেশন করা হবে। জানা গিয়েছে, মূলত স্থান সঙ্কটের কারণে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন নতুন এই ডাইনিং এরিয়া স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হবে অন্নক্ষেত্র।
এ প্রসঙ্গে মন্দির পরিচালনা কমিটির সভাপতি গজপতি দিব্যসিংহ দেব জানিয়েছেন, শ্রীমন্দির পরিক্রমা প্রকল্পের আওতায়, মন্দিরের উত্তর দ্বারের বাইরে মহাপ্রসাদ গ্রহণের জন্য একটি নতুন স্থান তৈরি করা হবে। ভক্তরা আনন্দ বাজার থেকে মহাপ্রসাদ কিনতে পারবেন এবং তারপর তা নিয়ে নতুন নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে খেতে পারবেন। তিনি আরও বলেন, যখন আনন্দ বাজার তৈরি করা হয়েছিল, এত ভক্তের সমাগম হত না হয়ত। বর্তমান সময়ের তুলনায় ভক্তদের ভিড় অনেক কম ছিল হয়ত। তাই এবার ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য সুবন্দোবস্তও করতে হবে।