নিউজ ডেস্ক: সিকিমে ঢুকতে গেলেই এবার থেকে পর্যটকদের দিতে হবে বাড়তি টাকা! এখন থেকে সিকিমে প্রবেশ করতে গেলেই পর্যটকদের দিতে হবে ৫০ টাকা! রাজ্যের পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নের স্বার্থে এই অতিরিক্ত অর্থ নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। এই বাড়তি অর্থ রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত হবে। অনুর্ধ্ব ৫ বছরের শিশু এবং সরকারি কাজে সিকিমে যাওয়া ব্যক্তিদের অবশ্য কোনও ধরনের পর্যটন প্রবেশ মূল্য দিতে হবে না। সিকিম প্রশাসনের এই সিদ্ধান্তে সেখানে ভ্রমণের খরচ সামান্য বাড়তে চলেছে পর্যটকদের।