নিউজ ডেস্ক: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট ভিসপি খারাদি। দীর্ঘতম হারকিউলিস পিলার হোল্ডের মাধ্যমে এই নজির গড়েছেন তিনি। গুজরাতের সুরাটে অনুষ্ঠিত এই ঐতিহাসিক মুহূর্তে তিনি ১৬৬.৭ কেজি ও ১৬৮.৯ কেজি ওজনের দুটি বিশাল স্তম্ভ ২ মিনিট ১০.৭৫ সেকেন্ড ধরে রাখতে সক্ষম হন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে তাঁর এই অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। খারাদির এই অর্জন আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, যখন প্রযুক্তি দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব এলন মাস্ক তাঁর এই কীর্তির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি ১০ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং হাজারো প্রশংসাসূচক মন্তব্য পেয়েছে।