নিউজ ডেস্ক: শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সায়ন সরকার (২৬)। তার বাড়ির ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাইক নিয়ে জলপাইগুড়ি দিক থেকে ময়নাগুড়ি শহরের দিকে আসছিলেন। কিন্তু, ফ্লাইওভারের সামনে এলে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
কোনও একটি গাড়ি পিছন দিক থেকে এসে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সায়ন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে।