নিউজ ডেস্ক: এই বছর দোল ও হোলি একই দিনে পড়ায় আলাদা করে শনিবার হোলির উৎসব কলকাতায় তেমনটা চোখে পড়েনি। তবুও মহানগরীর কয়েকটি স্থানে রং খেলতে দেখা গেছে অনেককেই। সর্বত্রই পুলিশের বাড়তি সতর্কতা ছিল। রাস্তা-ঘাটে যানবাহনের সংখ্যাও এদিন ছিল অন্য দিনের তুলনায় বেশ খানিকটা কম।
গতকাল বসন্তের রঙে রেঙে উঠেছিল সারা দেশ। কিন্তু বর্ধমানে সেই দিনটি নির্দিষ্ট থাকে দেবতাদের দোল খেলার জন্য। দোলের দিন দেবতাদের পায়ে রং দেন সাধারন মানুষ। পরদিন দোল খেলেন বর্ধমানের মানুষজন। মালদায় রঙের উৎসব উদযাপিত হয়েছে দুই দিন। শনিবারও সমগ্র জেলা জুড়ে চলে রঙের উৎসব। মেতে ওঠেন আট থেকে আশি।