নিউজ ডেস্ক: উত্তর সিকিমে বেড়াতে গিয়ে সমস্যার সম্মুখীন পর্যটকরা। এর মূলে জংগুর ফিডার বেইলি ব্রিজ ভেঙে পড়া।
জানা গেছে, শনিবার ব্রিজে একটি গাড়ি উঠতেই ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। মাঝপথ থেকে কিছু গাড়ি গ্যাংটক ফিরে আসে পর্যটকদের নিয়ে। লাচেন, লাচুংয়ের মতো জায়গাগুলি থেকে যাঁরা সকালে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তাঁদেরও ফিরে যেতে হয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।