নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের ৫টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। পশ্চিমের এই ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাপিয়ে যেতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য় জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি চলবে আগামী আরও ৩-৪ দিন। তবে, ২০ মার্চের পর বদলাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০ এবং ২১ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রাও খানিকটা হ্রাস পাবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।