নিউজ ডেস্ক: বালিগঞ্জে নতুন ওয়াগন পরীক্ষা কেন্দ্র চালু করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। এর অন্যতম কারণ হল – নিরাপত্তায় জোর। বালিগঞ্জে আট নম্বর লাইনে এই কাজ হয়ে থাকবে। চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু সেই কাজ। এই কাজের জন্য নতুন মালবাহী কামরা তৈরি করেছে – হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং আ্যন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ভারতীয় ইলেকট্রিক স্টিল কোম্পানি। উল্লেখ্য, এই দুই সংস্থা রেলের রোলিং স্টক ও যন্ত্রপাতি ও ওয়াগান তথা কামরা, যাত্রী বাহী রেলওয়ে কোচ এবং রেলের অন্যান্য সামগ্রী কাস্টিং প্রভৃতি নির্মাণ করে।