নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার হাবরায় স্টেশন লাগোয়া রেস্তোরাঁয় আগুন! রবিবার ঘনবসতিপূর্ণ এলাকায় রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর দোতলার ঘরে প্রথম আগুন লাগে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। আগুন লাগার পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।