নিউজ ডেস্ক: হোলির পরের দিনই শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর প্রাণঘাতী আক্রমণ মদ্যপ যুবকদের৷ এই ঘটনায় দিব্যেন্দু দাস ও বিজয় শর্মা নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন বাঁকুড়া এবং অন্যজন শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজার পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। শহরের ডেপুটি মেয়রই যদি নিরাপদ না-থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঘটনায় এমন প্রশ্ন তুলেছেন অনেকেই৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরবেলায় এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে হিলকার্ট রোড ধরে এক নার্সিংহোমে যাচ্ছিলেন ডেপুটি রঞ্জন সরকার। সেবক মোরে আচমকা দুই মদ্যপ যুবক গাড়ি আটকে ডেপুটি মোড়ের উপরে হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ভাঙচুর চালায় গাড়িতেও। কোনক্রমে সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত চলে যান শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পরে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান তিনি।
এ ঘটনায় ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “আমি দীর্ঘ ২০ বছর ধরে শিলিগুড়িতে রয়েছি৷ এর আগে এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি। পুলিশকে যথাযথ পদক্ষেপ করতে হবে।” অন্যদিকে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতের তোলা হবে।