নিউজ ডেস্ক: হাফিজ সইদ ঘনিষ্ঠ লশকর জঙ্গি আবু কাতালের পর এ বার পাকিস্তানে খুন হলেন রাজনৈতিক নেতা। জামিয়াত উলেমা-ই-ইসলামের (জেইউআই) বর্ষীয়ান নেতা মুফতি আব্দুল বাকি নুরজাইকে বালোচিস্তানের কোয়েটা বিমানবন্দরের কাছে রবিবার রাতে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এয়ারপোর্ট রোডে প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আততায়ীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার পরেই আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখনও তাঁদের চিহ্নিত করা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোয়েটার পুলিশ। তারা গুলিবিদ্ধ অবস্থায় আবদুল বাকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। বেলুচিস্তান প্রদেশে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।
তবে কে বা কারা এই খুনের নেপথ্যে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পাক নিরাপত্তাবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। রাজনৈতিক শত্রুতার জেরেই কি খুন হলেন মুফতি? না এই হত্যাকাণ্ডের নেপথ্যে সন্ত্রাসবাদী কোনও ছক রয়েছে? সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বার বার শিরোনামে উঠে এসেছে বালোচিস্তান। কিছু দিন আগে এই অংশের বিদ্রোহীরা ৪৪০ জন যাত্রী-সহ জাফর এক্সপ্রেস অপহরণ করে নিয়েছিলেন। তাঁদের হাতে অনেকের প্রাণ গিয়েছে। আর সেই ঘটনার কয়েকদিনের মধ্যে ঘটল এই ঘটনা।