নিউজ ডেস্ক: আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তারকা পেসার উমরান মালিক। তবে তার জায়গায় দলে যোগ দিয়েছেন চেতন সাকারিয়া।
আগে নেট বোলার হিসেবে কেকেআরে যুক্ত ছিলেন সাকারিয়া, কিন্তু উমরানের চোটের কারণে তার জায়গায় প্রধান স্কোয়াডে নাম লেখালেন সাকারিয়া। বর্তমানে উমরান মালিক বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাডাকেমিতে চিকিৎসারত। কেকেআর ম্যানেজমেন্ট আশা করেছিল, এপ্রিলের মাঝামাঝি সময়ে ফিট হয়ে তিনি আইপিএল খেলতে পারবেন, তবে এখনো ফিট উমরান। তাই, কোনো ঝুঁকি না নিয়ে এই সিদ্ধান্ত নিল শাহরুখের দল।
অন্যদিকে, ১৯টি আইপিএল ম্যাচে ২০টি উইকেট পাওয়া চেতন সাকারিয়াকে ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল কেকেআর।