নিউজ ডেস্ক: শর্তসাপেক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে আমেরিকার হস্তক্ষেপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শর্তসাপেক্ষে এই চুক্তি করতে সম্মত হয়েছেন। তবে, বর্তমানে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যার ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, সে বিষয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আবারও শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি লেক্স ফ্রিডমানের পডকাস্ট শো-তে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টি নিয়ে কথা বলেন নমো। জেলেনস্কি-পুতিনকে ‘ভাই’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি সব সময় মনে করি, যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যা কখনও সমাধান হয় না। রাশিয়া এবং ইউক্রেন, উভয় দেশই আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছে। পুতিনের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, আমি তাঁকে বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়। একইভাবে, আমি জেলেনস্কিকে পরামর্শ দিয়েছিলাম, পৃথিবীর সব মানুষই তোমার পাশে থাকলেও যুদ্ধক্ষেত্রে জয় কোনো স্থায়ী সমাধান নয়। ইউক্রেন তাদের মিত্র দেশগুলোর সঙ্গে বারবার আলোচনা করতে পারে, কিন্তু ফলাফল কিছুই হবে না। আলোচনায় উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত করতে হবে।”