নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার সোদপুরে কারখানা থেকে উদ্ধার হল এক শ্রমিকের মৃতদেহ। এই ঘটনায় কারখানার এক কর্মীকে পুলিশ আটক করেছে। সোমবার সকালে সোদপুরের ঘোলার মুড়াগাছা এলাকায় একটি কারখানা থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ মণ্ডল (২৯)। শনিবার কারখানায় কাজে এসেছিল সে। তবে তারপর থেকেই খোঁজ ছিল না তাঁর। সোমবার সকালে কারখানা খোলার পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় কারখানার এক কর্মীকে পুলিশ আটক করেছে।