নিউজ ডেস্ক: সংঘর্ষবিরতির চুক্তি শেষ হতেই গাজায় ফের রক্তক্ষয়ী অভিযান চালাল ইজরায়েল। মঙ্গলবার কাকভোরে বিমান হামলায় কেঁপে উঠল গাজার একাধিক অঞ্চল—ডের আল-বালাহ, গাজা সিটি, খান ইউনুস ও রাফা। হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত অসংখ্য। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইজরায়েলের দাবি, হামাসের ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস, যেখানে তাদের শীর্ষ নিরাপত্তা আধিকারিক আবু ওয়াতফাও নিহত হন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের মধ্যস্থতায় গড়া শান্তিচেষ্টা ভেস্তে গেল। যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধ নতুন মাত্রা পেল, যার প্রভাব আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা।