নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের নাগপুরে আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে, যার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একের পর এক বাইকে আগুন, ভাঙচুর চালানো হয় দোকান ও বাড়িতে। সংঘর্ষে আহত হন ১৫ জন পুলিশকর্মী, গুরুতর জখম ৫ জন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। মুখ্যমন্ত্রী ফড়নবিশ ও কেন্দ্রীয় মন্ত্রী গডকরি পরিস্থিতি মোকাবিলায় হস্তক্ষেপ করেন। এলাকাজুড়ে ১৬৩ ধারা জারি, গ্রেফতার ১৫। আরও সহিংসতা রুখতে সমাধিক্ষেত্রে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।