নিউজ ডেস্ক: রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এবার সেই দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। লালুর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজপ্রতাপ যাদবকে।
উল্লেখ্য, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০০৪-০৯ সময়কালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয় রেলের নানা ক্ষেত্রে। আর সেই চাকরি দিতে ‘মূল্য’ হিসেবে নাকি লালুর পরিবারের সদস্যদের জমি দিতে হত। এই অভিযোগেই মামলা রুজু করে সিবিআই। অর্থাৎ চাকরি দেওয়ার পরিবর্তে প্রার্থীদের কাছ থেকে জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা, এমন অভিযোগও সামনে এসেছে। সিবিআই তদন্তের পর দাবি করেছিল, পাটনার একাধিক বাসিন্দা, লালু ও তাঁর পরিবারের নামে থাকা সংস্থাকে তাঁদের জমি বিক্রি করেছিলেন অথবা উপহার হিসেবে দিয়েছিল।
পরবর্তী সময়ে এই মামলায় আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসতেই ‘এন্ট্রি’ নেয় ইডি। তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ টাকা উদ্ধার করে। এই মামলায় দুই এজেন্সির তরফে ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। প্রসঙ্গত, সামনেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এই মামলায় লালু, রাবড়ি ও তেজস্বীকে নতুন করে তলব করায় আরজেডির অন্দরে উদ্বেগ বাড়তে শুরু করেছে।