নিউজ ডেস্ক: সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। প্রধানমন্ত্রী মোদী মহাকুম্ভ থেকে আনা গঙ্গা জল তুলসী গ্যাবার্ডে উপহারও দিয়েছিলেন। তুলসী গ্যাবার্ড প্রধানমন্ত্রীকে একটি রুদ্রাক্ষের মালা উপহার দেন। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত বিনিময় করা হয়েছে। এছাড়াও ট্রাম্পের ভারতে আসার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। বছরের শেষের দিকে দেশে পা রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।