নিউজ ডেস্ক: ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবের।
এখনও পর্যন্ত কত ফর্ম বাতিল হয়েছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটার কার্ড নিয়ে বৈঠক হয়েছে? বিভিন্ন জেলায় জেলায় কত অভিযোগ এসেছে? কী পদক্ষেপ করছে জেলাশাসকের দফতরগুলো? দুপুর সাড়ে তিনটে থেকে এই নিয়েই বৈঠক হবে। ভার্চুয়ালি যোগ দেবেন জেলা শাসকরা।
সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, ওই মতামত যেন আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের কাছে। মনে করা হচ্ছে, সংযুক্তিকরণের বিষয়ে ‘নীতিগত’ সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তা বাস্তবায়িত করতে হলে প্রক্রিয়া কী হবে, সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে আজকের বৈঠকে।
ভোটার তালিকায় ‘ভূতের বাসা’ রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসকদল জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে এই দাবিও জানিয়ে এসেছে যে, কেন পাসপোর্ট, আধার কার্ডের মতো ভোটার কার্ডের (এপিক) ‘ইউনিক’ নম্বর থাকবে না? সেই আবহেই আজ আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন।