নিউজ ডেস্ক: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটের রণকৌশল নির্ধারণে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাজ্যের বিজেপি সাংসদরা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকের আগে সুকান্ত মজুমদার জানান, “আমার নতুন বাসভবন এখন কার্যত রাজ্য বিজেপির দিল্লি অফিস। ভবিষ্যতে সংসদের প্রতিটি অধিবেশন চলাকালীন সাংসদদের সঙ্গে নিয়মিত আলোচনা হবে। আজকের দিন বেছে নেওয়া হয়েছে কারণ শুভেন্দু অধিকারী দিল্লিতে রয়েছেন। তাঁর উপস্থিতিতে আলোচনা আরও ফলপ্রসূ হবে বলে মনে করছি।”
শুধু রাজনৈতিক কৌশল নয়, বৈঠকে সাংগঠনিক বিষয়ে ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। সুকান্ত বলেন, “২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলাকে সোনার বাংলা গড়তে দলের কী করণীয়, তা নিয়েই মতবিনিময় হয়েছে। সাংসদদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শও পাওয়া গিয়েছে, যা ভবিষ্যৎ সাংগঠনিক বৈঠকে বিবেচনা করা হবে।”
এই বৈঠকের মাধ্যমে বিজেপি নেতৃত্ব বার্তা দিতে চাইছে যে, দল এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সাংসদদের ভূমিকা আরও সক্রিয় করা হবে।
সুকান্তের বক্তব্য অনুযায়ী, এখন শুধু রাজনৈতিক পরিকল্পনা নয়, সাংগঠনিক ঐক্য এবং পারিবারিক আবহে দলীয় সম্পর্ক মজবুত করাও বিজেপির লক্ষ্য। তিনি বলেন, “পরিবারের মতো সবাই মিলে খাওয়া-দাওয়া ও আলোচনা, এটাও দলের ঐক্যের প্রতীক।”
এই বৈঠক বিজেপির অভ্যন্তরীণ সমন্বয় ও ভবিষ্যৎ নির্বাচনী রণকৌশল নির্ধারণে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।