নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের নাগপুরের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে, মঙ্গলবার এমনটাই দাবি করলেন নাগপুরের পুলিশ কমিশনার। সোমবারের সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনা সম্পর্কে নাগপুরের পুলিশ কমিশনার ডঃ রবীন্দ্র সিংগল বলেছেন, “নাগপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ। ৫০ জনেরও বেশি লোকজনকে আটক করা হয়েছে। আমরা সরকারি সম্পত্তির ক্ষতিকারীদের চিহ্নিত করছি।”
পুলিশ কমিশনার আরও বলেছেন, “এই ঘটনায় ৩৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ ভালো কাজ করেছে। যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সমস্ত প্রাসঙ্গিক ধারা প্রয়োগ করা হবে। নাগপুরে পুলিশ এবং বাহিনী মোতায়েন রয়েছে। নাগপুরের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করা হবে।”