নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন হাসপাতালেই দালাল চক্রের অভিযোগ ওঠে। একই সঙ্গে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের একাংশের বিরুদ্ধে নানা সময় কাজে গাফিলতির অভিযোগও ওঠে। রাজ্যের প্রতিটি হাসপাতালে যে কোনও সমস্যার জন্য অভিযোগ জানানোর বাক্স থাকলেও সেগুলি খুলেও দেখা হয় না বলে অভিযোগ। আবার কোথাও কোথাও অভিযোগ বক্সগুলি এমনভাবে লোকচক্ষুর আড়ালে রাখা হয় যে তাতে কারও চোখে পড়ে না। ফলে অভিযোগ থাকলেও তা জমা পড়ে না সংশ্লিষ্ট বাক্সে। তাই এই সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
সূত্রের খবর, এবার থেকে প্রতিটি সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ জানানোর জন্য একাধিক বাক্স রাখা হবে। সেগুলি নিয়মিত তদারকিও করতে হবে। সম্প্রতি স্বাস্থ্য দফতর থেকে জেলায় জেলায় এমনই নির্দেশ গিয়েছে। সূত্রের দাবি, এহেন তৎপরতার নেপথ্যে রয়েছে হাসপাতালে হাসপাতালে অদৃশ্যভাবে চলতে থাকা ‘দালাল রাজ’। ছাব্বিশের নির্বাচনের আগে সমূলে নির্মুল করতে চাইছে সরকার।
সম্প্রতি এনআরএস হাসপাতালে চিকিৎসা করার জন্য ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর পরিজনদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল এক চিকিৎসকের বিরুদ্ধে। অন্যদিকে আবার কলকাতার একটি সরকারি হাসপাতালে বেড পেতে রোগীর পরিজনকে ১০ হাজার টাকা দিতে হয়েছিল বলে অভিযোগ। এ প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “এগুলো কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে এরকমই ভুরি ভুরি অভিযোগ রয়েছে। প্রত্যেকটির তদন্ত হওয়া জরুরি। তবেই কাজ হবে। সেজন্যই অভিযোগের বাক্সগুলি এবার থেকে নিয়মিত খোলার ব্যবস্থা করা হবে।”