নিউজ ডেস্ক: ক্ষমতায় এসে উত্তর প্রদেশে চালু করেছিলেন ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’। মহিলাদের সুরক্ষার স্বার্থেই এই ব্যবস্থা বলে দাবি করেছিলেন যোগী আদিত্যনাথ। তুলনামূলকভাবে সফল তাঁর মডেল। এবার তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছে দিল্লির রেখা গুপ্তের সরকার। উত্তর প্রদেশের ধাঁচেই দিল্লিতেও শুরু হতে চলেছে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’! নতুন এই ‘স্কোয়াড’-এর নাম দেওয়া হয়েছে ‘শিষ্টাচার’।
কীভাবে কাজ করবে এই ‘শিষ্টাচার’ দল?
ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এই ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরির কথা জানিয়েছে দিল্লি পুলিশ । জানা যাচ্ছে, পুরুষ এবং মহিলা অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অন্তত ৩০টি এই ধরনের দল গঠন করবে দিল্লি পুলিশ। এই স্কোয়াডের মূল লক্ষ্যই মহিলাদের নিরাপত্তা দেওয়া। যে সব এলাকা থেকে মহিলাদের উপর অত্যাচার, ইভটিজিং, যৌন হেনস্থা কিংবা ধর্ষণের মতো অভিযোগ বেশি আসে, সেই সব এলাকায় টহল দেবে এই দলের প্রতিনিধিরা। সব সময় যে তাঁরা পুলিশের পোশাকে থাকবেন তেমনটা নয় । শুধু তা-ই নয়, অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করবে এই বিশেষ দল। পাশাপাশি হেনস্থার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করবে এই দল।
উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে ইস্তেহারে বিজেপি মহিলাদের নিরাপত্তা বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বলা হয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কঠোর ব্যবস্থা আনবে পদ্ম সরকার। তৈরি হবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’। সেই কথা রাখল রেখা গুপ্তের সরকার।