নিউজ ডেস্ক: নাগপুরের হিংসাত্মক ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একনাথ শিন্ডে বলেছেন, “নাগপুরে ঘটে যাওয়া ঘটনাটি দুর্ভাগ্যজনক। এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় ৪ জন ডিসিপি স্তরের আধিকারিক আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন।”
একনাথ শিন্ডে আরও বলেছেন, “পুলিশ জানিয়েছে, অনেক লোক বাইরে থেকে এসেছিল। পেট্রোল বোমাও নিক্ষেপ করা হয়েছে। পুলিশের উপরও আক্রমণ করা হয়েছে তা দুর্ভাগ্যজনক। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন করছি।” একনাথ শিন্ডে আরও বলেছেন, “মহারাষ্ট্রে কেউ ঔরঙ্গজেবকে সমর্থনকারীদের সহ্য করবে না।”