নিউজ ডেস্ক: একদিনের দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু । তখনই জানিয়েছিলেন তাঁর দিল্লি কর্মসুচির কথা। জানা গিয়েছিল, সোমবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে যাবেন অমিত শাহের বাসভবনে । কর্মসূচী অনুযায়ী, সোমের সন্ধ্যায় সুকান্ত মজুমদারের বাসভবনে সাংসদদের সঙ্গে বৈঠক শেষে শুভেন্দু রওনা দেন অমিত শাহের বাসভবনের উদ্দেশ্যে। সেখানে প্রায় ৩০ মিনিট একান্তে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
এদিন বৈঠক শেষে শুভেন্দু এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে তাঁর বাড়িতে ৩০ মিনিট বৈঠকের জন্য সময় দিয়েছিলেন। আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি।’’
বৈঠক প্রসঙ্গে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিরোধী দলনেতা। তবে বিজেপি নেতৃত্বের মতে, পশ্চিমবঙ্গের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টির সভাপতি নির্ধারিত হওয়ার পর, নতুন রাজ্য সভাপতি নির্বাচনের আগে বঙ্গে কোনও নেতার সঙ্গে আলোচনা জরুরি ছিল। তাই এই শুভেন্দু – শাহ সাক্ষাৎ। এছাড়া, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো ভোটার অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।