নিউজ ডেস্ক: জাতীয় মেলার পাশাপাশি হেরিটেজ তকমা পাচ্ছে না গঙ্গাসাগর মেলা। সোমবার তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী। পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত-এর কথায় আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া -এর নিয়মানুযায়ী গঙ্গাসাগরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া যাবে না।
গজেন্দ্র জানিয়েছেন, প্রাচীন সৌধ, পুরাতাত্ত্বিক এলাকাকে হেরিটেজ ঘোষণা করা হবে কি না তার নির্দিষ্ট আইন রয়েছে। স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের নিরিখে তা বিবেচিত হয়। গঙ্গাসাগর মেলা সেই সূচকে পড়ে না। কেন্দ্রের স্পষ্ট বার্তা, AMASR অ্যাক্ট ১৯৫৮-এর ৪ (৩) ধারায় অধীনে আসে না এই মেলা। তাই জাতীয় মেলা বা হেরিটেজ তকমা পাচ্ছে না গঙ্গাসাগর মেলা।