নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে রাজ্য বিধানসভায় পা রাখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে পুষ্পস্তবক গ্রহণ করে যোগ দেন বৈঠকে। দলীয় বিধায়কদের উদ্দেশে দিলীপ বার্তা দেন— “এলাকায় জনসংযোগ বাড়ান, চা চক্র করুন, মানুষের পাশে থাকুন।” রাজনৈতিক মহলের প্রশ্ন, দিলীপকে সামনে রেখে কি বিজেপির নতুন কৌশল শুরু হল? জোরালো জল্পনা, তিনি কি এবার রাজ্য সভাপতির দৌড়ে? দিলীপ-শুভেন্দুর একসঙ্গে সংগঠনের কাজ করার বার্তা আরও ইঙ্গিতবহ। নিজেই বলেন, “আমি ও শুভেন্দু একসঙ্গে, আবার আলাদাও কর্মসূচি করব। সবাইকে নিয়ে রাস্তায় নামব।” বিজেপির রাজ্য রাজনীতিতে কি তবে নতুন অধ্যায়ের শুরু?