নিউজ ডেস্ক: কলকাতা পুরসভায় নিয়োগে স্বচ্ছতা আনতে কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। এখন থেকে সমস্ত স্থায়ী নিয়োগ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে বলে খবর। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, “কোনও পুরসভা বা সংস্থা নিয়োগ করতে পারবে না। সমস্ত স্থায়ী নিয়োগ কমিশনের মাধ্যমে করতে হবে।” এর পরেই পুর ও নগরোন্নয়ন দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করে।
বস্তুত আগেই কলকাতা হাইকোর্ট কমিশনের মাধ্যমে নিয়োগের পক্ষে রায় দিয়েছিল। আদালতের নির্দেশ অনুসারে, কমিশনের অনুমোদন ছাড়া কোনও নিয়োগ অবৈধ বলে গণ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী, এ, বি, এবং সি ক্যাটাগরির সমস্ত স্থায়ী পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে এবং মেধা তালিকার ভিত্তিতে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও পুর ও নগরোন্নয়ন দফতর এবং অর্থ দফতরের অনুমোদন প্রয়োজন হবে। তবে, কোনও পুরসভা চাইলে কমিশনের সঙ্গে পরামর্শ করতে পারবে, কিন্তু নিজে নিয়োগ করতে পারবে না।
এই নতুন নিয়ম কার্যকর হলে পুরসভাগুলিতে অবৈধ নিয়োগ এবং রাজনৈতিক প্রভাব কমবে বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তারা। পাশাপাশি রাজনৈতিক সুপারিশের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ আর থাকবে না। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।