নিউজ ডেস্ক: আরএসএস সদর দপ্তরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ মার্চ নাগপুরে সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। মোহন ভাগবতের সঙ্গে একমঞ্চে উঠে শক্তিশালী সংগঠন ও আদর্শের বার্তা দেবেন মোদী। সংঘের চক্ষু চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সংগঠন ও সরকার একসুরে কাজ করছে, সেই শক্ত বার্তা। বিজেপির অন্দরে সম্ভাব্য রদবদল নিয়েও হতে পারে আলোচনা। গেরুয়া শিবিরে এই সফরকে ধরা হচ্ছে আদর্শের শিকড়ে ফেরার প্রতীক হিসাবেই।