নিউজ ডেস্ক: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা আদায় ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের এক অঞ্চল সভাপতি। দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চাকরিপ্রার্থী টাকা ফেরত চাইলে ‘ইন্টারভিউ’-র নামে ডেকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই নেতা। অভিযোগ, মহিলার নগ্ন ভিডিও তুলে ব্ল্যাকমেল করার চেষ্টাও করেন তিনি। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। যদিও অভিযুক্তের দাবি, এটি রাজনৈতিক চক্রান্ত। ঘটনায় তৃণমূল নেতৃত্ব এখনও মুখ খোলেনি। তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ সত্যি প্রমাণিত হলে আরও বিস্তৃত চক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।