নিউজ ডেস্ক: ১ বছরে ৮০০ নাবালিকা নিখোঁজ ? হুগলি জেলায় তাহলে কি নাবালিকা নিখোঁজের সংখ্যা বাড়ছে? জাতীয় মহিলা কমিশনের একটা বয়ানেই এই উদ্বেগ তৈরি হয়েছে।
কিছুদিন আগেই টিভি চ্যানেলে খবর হয়েছিল, আরামবাগ মহকুমা থেকে শতাধিক নাবালিকা নিখোঁজ হয়ে গেছে। অনেকে আবার এর মধ্যে লাভ জিহাদেরও আশঙ্কা করছিল। জেলা পুলিশের দাবি, এদের বেশিরভাগই উদ্ধাহ হয়েছে। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ চেপে রাখতে পারেননি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
বেশ কয়েকমাস ধরেই হুগলি গ্রামীণ অঞ্চলে নাবালিকা নিখোঁজের খবর সামনে আসছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। হুগলি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। ঠিক হয়, সমস্যা রোধে জেলা প্রশাসন সচেতনতা মূলক শিবিরের আয়োজন করবে।