নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ১ মার্চের ঘটনার জেরে উত্তেজনা অব্যাহত। পুলিশ ইতিমধ্যে ১০ জন পড়ুয়াকে তলব করেছে, যাঁরা মঙ্গলবার যাদবপুর থানায় হাজিরা দেন। তবে থানার বাইরে অবস্থান-বিক্ষোভে বসেন বামপন্থী ছাত্রছাত্রীদের একাংশ। তাঁরা দাবি তুলেছেন, অভিযুক্তদের মুক্তি ও নয়া শিক্ষানীতি প্রত্যাহার করতে হবে। ছাত্রদের আইনজীবী অভিযোগ করেন, বারবার তলব করেও তদন্তকারী অফিসার অনুপস্থিত, যা অযৌক্তিক। ইতিমধ্যে গ্রেফতার হওয়া সাহিল ও উজানের মুক্তির দাবিও জোরদার হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ফের উত্তেজনা ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্রছাত্রীদের দাবি, আন্দোলনে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা হচ্ছে।