নিউজ ডেস্ক: আগামী বিধানসভা ভোটে নাকি পশ্চিমবঙ্গে মোটেই কল্কে পাবে না শাসক তৃণমূল। অন্তত প্রকাশ্যে সেরকমই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল এই দাবিকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছে। রাজ্যের বিরোধী বামেদের দাবি, “ওসব দিদি-মোদীর নাটক”। এর মধ্যেই দক্ষিণ কলকাতার বিজেপি কার্যালয়ে পোস্টার সাঁটানো নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
মঙ্গলবার ঢাকুরিয়া-সহ একাধিক জায়গায় দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে অজস্র পোস্টার সাঁটানো হয়েছে। যাতে লেখা, ‘টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন! যোগাযোগ করুন, জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে!’ পোস্টারের নীচে লেখা, ‘সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ!’
ঢাকুরিয়ায় দলের দক্ষিণ কলকাতার কার্যালয়েও সাঁটানো হয়েছে এই পোস্টার। যা নিয়ে সকাল থেকেই শোরগোল পড়েছে এলাকায়। এ ব্যাপারে জেলা বা রাজ্য নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ঘটনার নেপথ্যে দলের বিক্ষুব্ধদের হাত দেখছে শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, দোলের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি। অভিযোগ, টাকার বিনিময়ে পদ বিলি করা হয়েছে। এই অভিযোগে এর আগে জেলায় জেলায় পোস্টার পড়েছিল। এবার খাস কলকাতায় টাকার বিনিময়ে পোস্ট দেওয়ার অভিযোগে শোরগোল তৈরি হল।
যদিও সোমবারই এ ব্যাপারে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “কিছু জেলায় সাংগঠনিক গোলমাল হচ্ছে, তা নিয়েও আলোচনা হয়েছে। কিছু লোক যারা বিজেপির সঙ্গে খাপ খাই না, তাদের সংগঠনের বাইরে রাখা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, বাংলায় শক্তিশালী সংগঠন গড়ে তোলা।”