নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। ২০-২২ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ২১ ও ২২ মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ মার্চ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২১ মার্চ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ২২ মার্চ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২১ ও ২২ মার্চ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা রয়েছে। ২০-২১ মার্চ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, যেহেতু ওই সময় উত্তাল থাকবে সমুদ্র। কৃষকদেরও এই সময়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। সকালের দিকে পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ ও সর্বনিম্ন ২৭ শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যা এবং রাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে ৷