নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের উপর নতুন করে চাপ বাড়াচ্ছে প্রশাসন। যার ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু ভারতীয় অভিবাসী। বিশেষত ডোনাল্ড ট্রাম্পের শাসনে এই চাপ আরও বেশি করে অনুভূত হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, বিমানবন্দরে প্রবীণ ভারতীয়দের লক্ষ্য করে ‘গ্রিন কার্ড আত্মসমর্পণ’ ফর্ম ৪০৭-এ স্বাক্ষর করার জন্য জোর করা হচ্ছে শুল্ক দপ্তর ও সীমান্ত সুরক্ষা আধিকারিকদের তরফে। কেউ রাজি না হলে তাঁদের আটক, সাসপেনশন কিংবা দেশছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নাগরিকত্ব বিক্রির নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। তাঁর মতে, ‘গোল্ড কার্ড’ নামে একটি প্রিমিয়াম গ্রিন কার্ড চালু করতে চান তিনি, যার জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় প্রায় ৪৩ কোটি টাকা খরচ করতে হবে। এতে মিলবে নাগরিকত্ব ও বসবাসের সুবিধা। এই নতুন ব্যবস্থায় বিনামূল্যে গ্রিন কার্ডধারীদের আর স্বাগত নয়—এটাই ট্রাম্পের বার্তা।
ফ্লোরিডার অভিবাসন আইনজীবী অশ্বিনী শর্মা বলেন, “ট্রাম্পের প্রত্যাবর্তনের পরই প্রশাসনিক আধিকারিকরা যেন নিজেদের বিচারক ভাবতে শুরু করেছেন। কোনওভাবে প্রবীণ ভারতীয়দের দিয়ে ফর্ম ৪০৭ স্বাক্ষর করিয়ে নেওয়াই যেন তাঁদের লক্ষ্য।”
তবে আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন, ফাঁদে পা না দিতে। এ নিয়ে আরও এক আইনজীবী কৃপা উপাধ্যায় বলেছেন, যদি কোনও ব্যক্তি ৩৬৫ দিনের বেশি সময় ধরে আমেরিকার বাইরে থাকেন, তাহলে প্রশাসন তাঁর স্থায়ী বসবাসের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারে। তবে সেই সিদ্ধান্ত আইনি পথে চ্যালেঞ্জ করা সম্ভব। কিন্তু বিমানবন্দরে যদি কেউ চাপের মুখে ফর্ম ৪০৭-এ স্বাক্ষর করে ফেলেন, তাহলে তিনি স্বেচ্ছায় গ্রিন কার্ড ত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হয়—সেই অধিকার ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে।”
এই পরিস্থিতিতে গ্রিন কার্ডধারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা।