নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের ইন্দিরা নগরে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করলেন মার্চেন্ট নেভির কর্মী সৌরভ রাজপুতকে। ছুরি দিয়ে খুনের পর দেহ টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে মুখ বন্ধ করে ফেলা হয়। খুনের পর প্রেমিককে নিয়ে পাহাড়ে ঘুরতে যান স্ত্রী। পুলিশের জেরায় সব ফাঁস হয়। ধৃত মুসকান ও সাহিল স্বীকার করেছে খুনের কথা। সৌরভের পরিবার সন্দেহ করে থানায় অভিযোগ জানায়। এরপরই মুসকান ও সাহিলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। এলাকাজুড়ে চাঞ্চল্য। চলছে তদন্ত।