নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মঙ্গলবার রাতে মদ্যপদের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। হরিনাম সংকীর্তনের সময় গোলমাল শুরু হলে সাগরপুর গ্রামে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয়। মাথায় চোট পান এক পুলিশ কর্মী, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকায় নামে অতিরিক্ত পুলিশ ও র্যাফ। ঘটনার জেরে ১৪ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। যদিও বাসিন্দারা অভিযোগ করেছেন, পুলিশের ধাক্কায় এক যুবক আহত হওয়াতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, মদ্যপদের মারামারির জেরে এই পরিস্থিতি। টানা হুগলি ও বীরভূমের পর এবার পুলিশের উপর হামলায় উদ্বিগ্ন প্রশাসন।