নিউজ ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবশেষে নিয়োগ হল স্থায়ী উপাচার্যের। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। তিনি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ও ছত্তিশগঢ়ের রায়পুরের ICAR-NIBSM-এর প্রাক্তন ডিরেক্টর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধান অনুযায়ী অধ্যাপক ঘোষকে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর থেকে উপাচার্য পদ খালি ছিল। সেই সময় অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয়কুমার মল্লিক ও পরে বিনয়কুমার সোরেন। দীর্ঘ প্রতীক্ষার পর অধ্যাপক ঘোষের নিয়োগে প্রশাসনিক স্থায়িত্ব ফিরবে বলেই মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ই-মেল মারফত এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।