নিউজ ডেস্ক: জমির বদলে চাকরি মামলায় ফের জোরদার হল কেন্দ্রীয় তদন্ত। বুধবার পাটনার ইডি দপ্তরে হাজির হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সঙ্গে ছিলেন কন্যা মিশা ভারতী। মঙ্গলবারই ইডি চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে লালুর স্ত্রী রাবড়িদেবী ও ছেলে তেজস্বী যাদবকে। বুধবার লালুকে জেরা করে আরও তথ্য সংগ্রহে তৎপর ইডি। তেজস্বীর অভিযোগ, ‘‘সবই রাজনৈতিক ষড়যন্ত্র। আইন মেনে যাচ্ছি, ভয় নেই।’’ লোকসভা ভোটের আগে তদন্তে গতি, বলছে রাজনৈতিক মহল। লালুর বিরুদ্ধে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা। একাধিক নথি ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। চাপে আরজেডি শিবির, তদন্তে নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।